ভালোবাসা দিবসে লাইলি মজনু সংঘের নয় দফা দাবি
এক:মাছের বেঁচে থাকার জন্য যেমন পানি অত্যাবশ্যকীয় উপাদান, তেমনি ভাবে রয়েল বেঙ্গল টাইগারের জন্য রয়েছে সুন্দরবন। সাপের জন্য রয়েছে গর্ত। আর প্রেমিক প্রেমিকা সম্প্রদায়ের জন্য রয়েছে পার্ক, ঝোপঝাড়,ও জঙ্গল। সুতরাং পার্কের উন্নয়নের নামে ঝোপঝাড় ও জঙ্গল কাটা জাবে না। দুই: দেশে যত পাবলিক পার্ক আছে সমস্ত পাবলিক পার্কের গেটের নাম প্রেমিক-প্রেমিকাদের নামে নামকরণ করতে হবে। যেমন পার্কের প্রধান গেটকে মজনু গেট ও অন্যান্য গেটকে লাইলী গেট, সিরি গেট ও ফরহাদ গেট নামে নামকরণ করতে হবে। তিন: প্রত্যেক এলাকা প্রত্যেক মহল্লা ও গলির চিপায় চাপায় নির্বিঘ্নে প্রেম বিনিময় করার জন্য এলাকার সকল ক্ষ্যাপা কুকুরদের ইনজেকশন দিয়ে বিষ ক্রিয়া ধ্বংস করন ও বখাটে কিশোরদের আটক রাখতে হবে। চার: দেশের সকল আলেম-ওলামা ও ইমাম খতিবদের কিস ডে, হাগ ডে ও ভ্যালেন্টাইন ডের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাঁচ: এই দিবস গুলির বিরুদ্ধে মসজিদ বা ওয়াজ মাহফিলে আলোচনা করলে ওইসব আলোচকদের গ্রেফতার করে রিমান্ডে নিতে হবে। ছয়:
বাদাম ফালকে পবিত্র প্রেম ফল হিসাবে ঘোষণা করতে হবে। সাত: আবাসিক হোটেল গুলাতে যত্রতত্র পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। আট: নাটক সিনেমার পাশাপাশি পাঠ্য বইয়েও প্রপোজ করার সঠিক নিয়ম, মেয়ে পটানোর সঠিক নিয়ম ও বাড়ি থেকে অভিভাবকের অগোচরে পালিয়ে যাওয়ার সঠিক নিয়ম সুবিন্যস্ত করতে হবে। নয়: যদি প্রেমই সব হয়ে থাকে, যদি প্রেমের জন্যই পৃথিবী টিকে থাকে, তাহলে প্রেমিক-প্রেমিকাদের জন্য বাস, ট্রেন এবং মেট্রো রেলে আলাদা সিট ও বগি বরাদ্দ করতে হবে। এই দাবিগুলির সাথে কারা কারা একমত
প্রচারে: বাংলাদেশ লাইলি মজনু সংঘ
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url