তারাবিহ নামাজের ফজিলত ও আহকাম
পবিত্র রমজানের বিশেষ বৈশিষ্ট্য হলো এ মাসে একটি নফল ইবাদত ফরজের সমতুল্য হয়ে যায় আর একটি ফরজ ইবাদত 70 টি ফরজের সমতুল্য হয়ে যায়। তাই আল্লাহতালা এই মাসকে সিয়াম ও কিয়ামের মাধ্যমে তার নৈকট্য হাসিলের এক অপূর্ব সুযোগ করে দিয়েছেন। দিনের বেলায় সিয়াম ও রাতের বেলায় কিয়াম অর্থাৎ তারাবিহ। রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশা পোষণ করে রমজানে রাত্রে নামাজ আদায় করবে তার অতীতের সকল পাপ ক্ষমা করা হবে। সহীহ বুখারী: ২০৪৭ তাছাড়া তারাবির নামাজে দীর্ঘক্ষণ দাঁড়ানো এবং কোরআন তেলাওয়াত করা ও পিছন থেকে মুসল্লিদের কাতার থেকে কোরআন শ্রবণ করা একটি বিশেষ আমল। এটা অন্য মাসে এত দীর্ঘ তেলাওয়াত করা বা শোনার সুযোগ হয় না। এবং প্রত্যেক চার রাকাত নামাজের পর পর বসে দুরুদ শরীফ ও অন্যান্য জিকির আজকার এই তারাবির মাধ্যমেই করার সুযোগ হয়। আর এই ছোট ছোট নফল আমলগুলোর সাওয়াব আল্লাহ তা'আলা ফরজের সমান দান করেন। তারাবিহ শব্দের অর্থ কি? তারাবিহ শব্দের হলো আরাম বা বিশ্রাম। তারাবির নামাজে যেহেতু চার রাকাত পর পর আরাম বা বিশ্রাম নেয়া হয়, এজন্য এই নামাজকে তারাবি করে নামকরণ করা হয়েছে। অর্থাৎ আরামের নামাজ। তারাবিহ নামাজের হুকুম কি? তারাবির নামাজ রমজান মাসে সকল মুসলমান নারী ও পুরুষের জন্য এশার চার রাকাত ফরজ নামাজের পরে ২০ রাকাত আদায় করা সুন্নত। পুরুষদের জন্য জামাতে তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুয়াক্কাদা কেফায়া আর নারীদের জন্য জামাতে আদায় করা আবশ্যক নয়। যদি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করতে ফিতনার আশঙ্কা থাকে তাহলে নারীদের জন্য ঘরে আদায় করা উত্তম। তারাবির নামাজ কত রাকাত? তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিভিন্ন মত থাকলেও সবচেয়ে বিশুদ্ধ মত হলো ২০ রাকাত কেননা এই মতের ব্যাপারে সাহাবীদের আমল হাদীসে বিদ্যমান রয়েছে তাছাড়া জামানার সবচেয়ে বড় ইমাম ও মুজাহিদগণ এই মতকেই প্রাধান্য দিয়েছেন। এবং হারামাইন শরীফাইনে অর্থাৎ মক্কা শরীফ ও মদিনা শরীফে যুগ যুগ ধরে ২০ রাকাত তারাবির আমল চলে আসছে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url