যাকাত কাদেরকে দেয়া যাবে?
মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআন মাজিদে এরশাদ করেন।•••
নিশ্চয়ই সাদকা (যাকাত) দরিদ্র ও মিসকিনদের জন্য এবং এতে নিয়োজিত কর্মচারীদের জন্য, যাদের অন্তর আকৃষ্ট করতে হয় তাদের জন্য, গোলাম-বাদী মুক্তির জন্য-ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর রাস্তায় জিহাদের জন্য এবং মুসাফিরদের জন্য। এটাই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। সূরা (তওবা আয়াত-৬০)
উপরে উল্লেখিত আয়াতে কারিমা থেকে জানতে পারলাম যাকাত প্রদানের আটটি খাত রয়েছে।
১. দরিদ্র ব্যক্তিদের। যারা যাকাত আদায় করার মত নিসাব পরিমাণ সম্পদের মালিক নন।
২. মাসাকিন। যাদের কোন সম্পদই নেই।
৩. ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান কর্তৃক নিযুক্ত যাকাত আদায়কারী আমেল।
৪.দরিদ্র নব মুসলিমদের। ইসলাম ধর্মের রীতিনীতি দিকে আকৃষ্ট করার জন্য। তবে ধনী নব মুসলিমকে অর্থাৎ যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না।
৫. গোলাম বাদীদের আজাদ বা মুক্তির জন্য। কিন্তু বর্তমান জামানায় এ প্রথা বিদ্যমান না থাকায় এই খাতটি বাকি নেই।
৬.ঋণগ্রস্তদের জন্য।
৭. আল্লাহর রাস্তায় থাকা ব্যক্তিদের জন্য যেমন: যুদ্ধক্ষেত্রে থাকা যোদ্ধাদের জন্য, এলমে দিন অর্জনকারী দরিদ্র তালেবেলীনদের জন্য, হজে থাকা দরিদ্র ব্যক্তিদের জন্য এবং তাবলীগে থাকা দরিদ্রদের জন্য।
৮. মুসাফিরদের জন্য। যদি রিক্ত হস্ত হয়। তার বাড়িতে অনেক সম্পদ থাকলেও তাকে যাকাত প্রদান করা যাবে।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url