যাকাত যাদেরকে দেয়া যায় না।

 ১.যাকাত দাতার মা বাবা, দাদা-দাদী নানা নানি এভাবে


ঊর্ধ্বতন ব্যক্তিদের এবং যাকাত দাতার ছেলে-মেয়ে নাতি নাতনি পোতাপুতি এভাবে অধস্থন ব্যক্তিদের যাকাত প্রদান করলে যাকাত আদায় হবে না।

২. যার নিকট নিসাব পরিমাণ সম্পদ আছে, তাকে যাকাত দিলে যাকাত আদায় হবে না।

৩. যাকাত দাতার ভাই বোন ভাগনা ভাতিজা চাচামামা খালা ফুফু সৎ মা দুধ মা এবং শাশুড়ি ইত্যাদি এ ধরনের আত্মীয়-স্বজনদের যাকাত দেয়া যাবে।

৪. স্বামী স্ত্রী পরস্পরকে যাকাত দিতে পারবে না।

. সাইয়েদ বংশের লোকদের যাকাত দিতে পারবে না অর্থাৎ যারা হযরত ফাতেমা রাঃ এর বংশের, আলাবী। যারা হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর বংশের, জাফরী। যারা হযরত জাফর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর বংশের, এবং আব্বাসী যারা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর বংশের লোক।

. মসজিদ- মাদ্রাসা, স্কুল-কলেজ, টিভি চ্যানেল, এনজিও, এবং হাসপাতাল ইত্যাদি এ ধরনের প্রতিষ্ঠানে যাকাত দিলে যাকাত আদায় হবে না।

৭. অমুসলিমদের যাকাত দিলে যাকাত আদায় হবে না। তবে মানবিক দিক থেকে বিবেচনা করে যাকাত ছাড়া অন্যভাবে দান করলে অসুবিধা নাই।

. কোন মৃত ব্যক্তির ঋণ বা কাফন-দাফনের জন্য যাকাত প্রদান করলে যাকাত আদায় হবে না।

৯. যাকাতের অর্থ দ্বারা স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ বা ফ্যাক্টরির কর্মচারীদের বেতন দিলে যাকাত আদায় হবে না।

১০. রাস্তা-ঘাট, ব্রিজ বা অন্য কোন স্থাপনার নির্মাণের জন্য যাকাত দিলে যাকাত আদায় হবে না।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url