সাপ কামড়ালে কি দোয়া পড়তে হয়?
বর্তমান সময়ে সাপের উপদ্রব বেড়েই চলেছে। কেউ কেউ সাপের কামড়ে নিহত হয়েছেন, কেউবা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ব্যাপারে ইসলাম কি বলে আসুন জেনে নিই। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন। যে ব্যাক্তি নিম্নাংশ দোয়াটি সকাল ও সন্ধ্যায় তিনবার পাঠ করবে, আল্লাহ তা'আলা তাকে সমস্ত প্রকার সাপ বিচ্ছু ইত্যাদি বিষাক্ত প্রাণীর অনিষ্ঠতা থেকে নিরাপদ রাখবেন। দোয়াটি হলো এই اعوذ بكلمات الله التامات من شر ما خلق উচ্চারণঃ আউজু বিকালিমাতীললাহিত তামমাতি মিং শাররিমা খলাক অর্থঃ আমি সৃষ্টির সমস্ত প্রকার ক্ষতিকারক বস্তু থেকে আপনার নামে আশ্রয় প্রার্থনা করছি।
এই ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url